আড়াইহাজারে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাবিব মোল্লার গণসংযোগ
শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ডঃ হাবিবুর রহমান মোল্লা গণসংযোগ করেছেন। শুক্রবার ২১(অক্টোবর) উপজেলার গোপালদী পৌরসভা এলাকায় বিপুল সংখ্যক লোকজন নিয়ে সন্ধ্যা পর্যন্ত তিনি গণসংযোগ এবং প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজের লিফলেট বিতরণ করেন।
এ সময় তিনি দাইরাদী এবং রামচন্দ্রদী এলাকার প্রধান, প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে জনগণের দোয়া চান। গণসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে গোপালদী বাস স্ট্যান্ড এলাকায় পথসভায় তিনি বক্তব্য রাখেন। আওয়ামী লীগ সরকার এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা প্রতীকে তিনি ভোট চান।
বক্তব্য তিনি বলেন আমি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে আড়াইহাজারের জনগণের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়ে জাতির জনকের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাব। #