বন্দরে প্রবাসীর টাকা ও স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ উধাও
বন্দর প্রতিবেদক : শশুড় বাড়ি আত্মীয় স্বজনদের কুপরার্মশে প্রবাসী স্বামী জমানো নগদ টাকা ও ৩ ভরি স্বর্নালংকার নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার আভিযোগ পাওয়া গেছে ২ সন্তানের জননী পারুল বেগম নামে এক গৃহবধূ বিরুদ্ধে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ স্বামী সিরাজুল ইসলাম ওরফে মনির মিয়া বাদী হয়ে গত শনিবার (৪ নভেম্বর) দুপুরে পাষান্ড স্ত্রী ও তার ছোট ভাই ইব্রাহীম ও বড় বোন রিনা বেগমকে আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানার এসআই আব্দুল সামাদসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, দীর্ঘ ১২ বছর পূর্বে শরিয়তপুর জেলার সদর থানার চর মধ্যপাড়া এলাকার সামছুদ্দিন বেপারী মেয়ে পারুল আক্তারের সাথে বন্দর উপজেলার আলীনগর এলাকার আব্দুল হাই মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ওরফে মনির মিয়ার সাথে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে ৮ বছরের ছেলে ও ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। জিবীকার তাগিদে গত ২০১২ইং সালে সিরাজুল ইসলাম ওরফে মনির মিয়া প্রবাসে রপাড়ি জমায়। প্রবাসে থাকা অবস্থায় সিরাজুল ইসলাম ওরফে মনিরের বেতনের অর্জিত টাকা পায়সা তার স্ত্রী পারুল বেগমের কাছে জমা রাখত। সিরাজুল ইসলাম বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রী পারুল বেগম গত ১১/১২/২০১৯ইং তারিখে প্রবাসী সিরাজুল ইসলাম ওরফে মনিরের জমানো নগদ ৫ লাখ টাকা ও ৩ ভড়ি স্বর্ণালংকার নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। বিষয়টি বাড়ি লোকজন প্রবাসী সিরাজুল ইসলাম মনিরকে অবগত করলে সিরাজুল গত২৩/৬/২২ ইং তারিখে দেশে ফিরে তার স্ত্রীর খোঁজ নিতে তার দেশের বাড়ি গেলে ২নং ও ৩নং বিবাদী প্রবাস ফেরত সিরাজুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি করে পারুল এখানে নয় সে বিদেশ চলে গেছে বলে জানায়। তার সাথে কোন প্রকার যোগাযোগের চেষ্টা করা হলে এর পরিনতি ভালো হবে না বলে হুমকি প্রদান করে মিথ্যা মামলায় ফাঁসানের হুমকি প্রদান করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। #