নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   জমি দখলের ঘটনা বাড়ছে | সুবিচারের আশায় ভূক্তভোগীরা আদালতে শরাপন্ন
দখল / জমি দখলের ঘটনা বাড়ছে | সুবিচারের আশায় ভূক্তভোগীরা আদালতে শরাপন্ন
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে  জমি দখলের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। জমি দখল নিয়ে বন্দরে বিভিন্ন স্থানে মারামারি ঘটনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় পঞ্চায়েতের কাছে বিচার না পেয়ে সুবিচারের আশায় ভ’ক্তভোগীরা থানা বা আদালতের শরাপন্ন হতে দেখা যাচ্ছে। ভূমিদৎসুতার কারনে বন্দরে আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটছে। প্রতি নিয়ত জায়গা জমি নিয়ে  মারামারি ও হানাহানির মত ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতায় গত (২৮ অক্টোবর) বন্দর স্বল্পের চর হালে ছোট বারইখালী মৌজাস্থিত আমেনা ইসরাত মনোয়ার ওরফে ছন্দা বেগমের পৈত্রিক সম্পত্তী   দখল করার উদ্দেশ্যে সাইবোর্ড লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে ভূমিদৎসু দীন ইসলাম ও রিয়াজ উদ্দিন আহাম্মেদগং এর বিরুদ্ধে।

এ ঘটনায় ভ’ক্তভোগী আমেনা ইসরাত মনোয়ার ওরফে ছন্দা বেগমের পক্ষে কাজিম আহাম্মেদ বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ৯২৯/২৩ নং পিটিশন মামলা দায়ের করেন। জানাগেছে, বন্দর থানার নবীগঞ্জস্থ কদম রসুল এলাকার কাজী তাইজদ্দিন আহম্মদ মিয়ার মেয়ে আমেনা ইসরাত মনোয়ার ওরফে ছন্দা ওয়ারিশ সূত্রে মালিক হইয়া ভোগ দখল থাকা অবস্থায় শারীরিক ভাবে অসুস্থ্য ও চলাফেরা অক্ষম হওয়ায় তার সমস্ত স্তাবর ও অস্থাবর সম্পত্তি দেখাশনা ও রক্ষনাবেক্ষনের জন্য গত ৮-৩-২০২০ইং তারিখে বিজ্ঞ নোটারী পাবলিকের মাধ্যমে আম মোক্তার নিয়োগ করে।  আমেনা ইসরাত আম মোক্তার নিয়োগ করার পর হইতে তাহার সমস্ত স্থাবর সম্পত্তি ভাল ভাবে দেখাশনা করিতেছিল।

আমেনা ইসরাতের ভাই বোনরা নালিশা তফছিল বির্ণিত ভূমির মালিক দখলকার হয়েছে। আমেনা ইশরাত ঢাকায় বসবাস করেন এবং তার অন্যান্য ওয়ারিশগনরা দেশ বিদেশে থাকেন। নালিশা ভুমিতে ১ম পক্ষ মাছ চাষসহ মৌসুমী ফসলাদী সৃজন ও অর্জনে ভোগ দখল করে আসছে। গত ২৮ অক্টোবর ভূমিদৎসু  বন্দর থানার এইচ এম সেন রোড এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে দীন ইসলাম ১৭২নং উইলসন রোড এলাকার শরিফ হাসান চিস্তি বন্দর কুমারপাড়া এলাকার জহির উদ্দিন আহম্মদ এর ছেলে রিয়াজ উদ্দিন আহাম্মেদ ও বন্দর জামাইপাড়া এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে তাজুল ইসলামসহ অজ্ঞাতনামা উল্লেখিত তফসিলভ’ক্ত সম্পত্তীতে অনাধিকার ভাবে প্রবেশ করে বাশ দিয়ে সাইর্বোড লাগানোর চেষ্টায় চালায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...