জমি দখলের ঘটনা বাড়ছে | সুবিচারের আশায় ভূক্তভোগীরা আদালতে শরাপন্ন
বন্দর প্রতিবেদকঃ বন্দরে জমি দখলের ঘটনা ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। জমি দখল নিয়ে বন্দরে বিভিন্ন স্থানে মারামারি ঘটনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় পঞ্চায়েতের কাছে বিচার না পেয়ে সুবিচারের আশায় ভ’ক্তভোগীরা থানা বা আদালতের শরাপন্ন হতে দেখা যাচ্ছে। ভূমিদৎসুতার কারনে বন্দরে আইন শৃঙ্খলা চরম অবনতি ঘটছে। প্রতি নিয়ত জায়গা জমি নিয়ে মারামারি ও হানাহানির মত ঘটনা ঘটছে। এর ধারাবাহিকতায় গত (২৮ অক্টোবর) বন্দর স্বল্পের চর হালে ছোট বারইখালী মৌজাস্থিত আমেনা ইসরাত মনোয়ার ওরফে ছন্দা বেগমের পৈত্রিক সম্পত্তী দখল করার উদ্দেশ্যে সাইবোর্ড লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে ভূমিদৎসু দীন ইসলাম ও রিয়াজ উদ্দিন আহাম্মেদগং এর বিরুদ্ধে।
এ ঘটনায় ভ’ক্তভোগী আমেনা ইসরাত মনোয়ার ওরফে ছন্দা বেগমের পক্ষে কাজিম আহাম্মেদ বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ৯২৯/২৩ নং পিটিশন মামলা দায়ের করেন। জানাগেছে, বন্দর থানার নবীগঞ্জস্থ কদম রসুল এলাকার কাজী তাইজদ্দিন আহম্মদ মিয়ার মেয়ে আমেনা ইসরাত মনোয়ার ওরফে ছন্দা ওয়ারিশ সূত্রে মালিক হইয়া ভোগ দখল থাকা অবস্থায় শারীরিক ভাবে অসুস্থ্য ও চলাফেরা অক্ষম হওয়ায় তার সমস্ত স্তাবর ও অস্থাবর সম্পত্তি দেখাশনা ও রক্ষনাবেক্ষনের জন্য গত ৮-৩-২০২০ইং তারিখে বিজ্ঞ নোটারী পাবলিকের মাধ্যমে আম মোক্তার নিয়োগ করে। আমেনা ইসরাত আম মোক্তার নিয়োগ করার পর হইতে তাহার সমস্ত স্থাবর সম্পত্তি ভাল ভাবে দেখাশনা করিতেছিল।
আমেনা ইসরাতের ভাই বোনরা নালিশা তফছিল বির্ণিত ভূমির মালিক দখলকার হয়েছে। আমেনা ইশরাত ঢাকায় বসবাস করেন এবং তার অন্যান্য ওয়ারিশগনরা দেশ বিদেশে থাকেন। নালিশা ভুমিতে ১ম পক্ষ মাছ চাষসহ মৌসুমী ফসলাদী সৃজন ও অর্জনে ভোগ দখল করে আসছে। গত ২৮ অক্টোবর ভূমিদৎসু বন্দর থানার এইচ এম সেন রোড এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে দীন ইসলাম ১৭২নং উইলসন রোড এলাকার শরিফ হাসান চিস্তি বন্দর কুমারপাড়া এলাকার জহির উদ্দিন আহম্মদ এর ছেলে রিয়াজ উদ্দিন আহাম্মেদ ও বন্দর জামাইপাড়া এলাকার সাহাবুদ্দিন মিয়ার ছেলে তাজুল ইসলামসহ অজ্ঞাতনামা উল্লেখিত তফসিলভ’ক্ত সম্পত্তীতে অনাধিকার ভাবে প্রবেশ করে বাশ দিয়ে সাইর্বোড লাগানোর চেষ্টায় চালায়। #