রূপগঞ্জে রোড টু স্মার্ট বাংলাদেশের ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, থানা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের ছয় শতাধিক নেতা কর্মীর মধ্যে গতকাল ১৮ নভেম্বর শনিবার দিনব্যাপী ক্যাম্পেইনার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোড টু স্মার্ট বাংলাদেশের উদ্যোগে রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের গাজী অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মূর্তজা পাপ্পা।
প্রশিক্ষক হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, রোড টু স্মার্ট বাংলাদেশের Simplicity জেলা আঞ্চলিক সমন্বয়কারী ফারহানা নাছরিন।
প্রশিক্ষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরা, নৌকায় ভোট দেওয়ার আকর্ষণ বৃদ্ধি করা, ভোট কেন্দ্র ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা, ভোট গ্রহনের শেষে করণীয়, ভোটারদের যানবাহনের সুবিধা প্রদান, ভোটদানে সহযোগীতা করা, গণমানুষকে কেন্দ্রমুখী করা, তরুণ ভোটারদের ভোট প্রদানে উৎসাহিত করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। #