পূর্বাচলের ৩০০ ফুট প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ৩
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জের পূর্বাচল ৩০০ ফিট ভূইয়া ব্রিজ এলাকায় প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুছড়ে একাকার হয়ে নিহত হয়েছে ৩ জন। এ সময় আহত হয়েছে আরো ৩ জন। ১২ই ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঘটনাটি ঘটেছে পূর্বাচল এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান,
সকাল সাড়ে দশটার দিকে কাঞ্চন থেকে ঢাকাগামী প্রাইভেটকার ঢাকা মেট্রো গ ১২-৪৭৬২ দ্রুত গতিতে ঢাকা যাওয়ার সময় গাড়িটির চাকা বাস্ট হয়ে ঢাকা আউটগোয়িং লেনের উপরে গিয়ে পড়ে এদিকে ঢাকা থেকে আসা প্রাইভেটকার ঢাকা মেট্রো গ ৪৩-৮৩৬৪ এর সামনে গিয়ে পড়লে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুছড়ে গাড়িতে থাকা সাত জন গুরুতর আহত ও নিহতর ঘটনা ঘটে।
জানা যায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং নেয়ার পথে আরো দুইজন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান রুপগঞ্জ থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস গিয়ে গাড়ির দরজা কেটে অজ্ঞাতনামা ৬/৭ জন গুরুতর আঘাতপ্রাপ্তদের উদ্ধার করে কুর্মীটোলা জেনারেল হাসপাতালে প্রেরণ করে তবে ৩ জন নিহত হয়েছে আর ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। #