শিরোনাম
আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় নসিমন চালক নিহত
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা বিশনন্দী আ লিক মহাসড়কের সাদারদিয়া ব্রিজ এলাকায় বিআরটিসি বাসের সঙ্গে নসিমনের ধাক্কায় নসিমন চালক মোঃ ফরিদ মিয়া (২৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত নসিমন চালক উপজেলার বিশনন্দী ইউনিয়নের বালুয়াকান্দিী এলাকার বাসিন্দা তোফাজ্জললের ছেলে বলে জানা গেছে। তবে তার নাম জানা যায়নি। ঘটনাটি ঘটেছে রোববার সকালে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বিশনন্দী ফেরীঘাট থেকে ঢাকাগামী একটি বিআরটিসি বাস বাম দিক দিয়ে আড়াইহাজার থেকে গোপালদী বাজারের দিকে যাওয়ার সময় একটি নসিমনকে সজোরে ধাক্কা দিলে নসিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে গিয়ে নসিমনের চালক মোঃ ফরিদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের লাশটি পুলিশি হেফাজতে রয়েছে। #