রূপগঞ্জে নৌকা সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-২, গ্রেফতার-৮
নিজাম উদ্দিন আহমেদ রূপগঞ্জ প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়নগঞ্জের রূপগঞ্জে নৌকা সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় রাব্বি মিয়া ও নিহাল ভুইয়া নামের দুইজন আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাজার এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী সমর্থিত গোলাম রসুল কলি ও আব্দুর রহমান লিটুর মাঝে বাকবিতন্ডা বাধে। তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন রামদা, চাপাতি, চাইনিজসহ বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। বাজারে ক্রেতা বিক্রেতাদের সরগরম থাকলেও সংঘর্ষের
ঘটনার পর বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।নারায়নগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে উভয় পক্ষের আট জনকে গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে কারো নাম পরিচয় জানা যায়নি। তবে দেশীয় অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে। #