বন্দরে যুগান্তরের ২৫ বছরে পদার্পণে প্রস্তুতিমূলক সভা
বন্দর প্রতিবেদকঃ দৈনিক যুগান্তরের ২৫ বছরে পদার্পণ উপলক্ষে বন্দরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারী) বন্দর থানার ২৫নং ওয়ার্ডের ৫৯ নং দেউলী চৌরাপাড়া বন্দর স্বজন সমাবেশের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীন ইসলাম দীপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী শহীদুল্লাহ মাস্টার, সাংবাদিক আতাউর রহমান, লতিফ রানা ,আল আমিন মোল্লা, আবির রহমান প্রমুখ।
সভায় আগামী ২রা ফ্রেব্রুয়ারী যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাহিত্য-সংস্কৃতি- সাংবাদিকতা, ক্রীড়া ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১০ গূণীজনকে সংবর্ধণা দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। এ ছাড়া আলোচনা ও সাহিত্য সভাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। #