শিরোনাম
মাদরাসা নির্মাণ কাজে বাধা দিয়ে বলপূর্বক সাইনবোর্ড স্থাপন
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়পাড়া এলাকায় একটি মাদরাসা নির্মাণ কাজে বাধা প্রদান করে করে বলপূর্বক ব্যাক্তিগত সাইনবোর্ড স্থাপন ও একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এস কে সোলাইমান নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এ ব্যাপারে মাদরাসার পক্ষ থেকে আড়াইহাজার থানায় ওয়াকফ করে দেয়া সম্পত্তির দাতা খোরশেদ আলম বাদী হয়ে সোমবার ( ১৭ মার্চ) একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের ঘটনা ঘটে যেতে পারে।
অভিযোগের বিত্তিতে জানা যায় যে, ওই স্থানে আগে থেকেই ১০ শতাংশ জায়গার মধ্যে বাইতুল আমেনা জামে মসজিদ নামে একটি মসজিদ বিদ্যমান। এর পাশে ”আল আবরার হাফিজিয়া মাদরাসা” নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য আরো ৮ শতাংশ জায়গা ওয়াকফ করা হয়। সম্প্রতি ভুলতার গাউছিয়া এলাকার গোলবক্স ভূঁইয়ার ছেলে গাউছিয়া কর্পোরেশনের স্বত্তͦাধীকারী
শফিকুল ইসলাম ভূঁইয়া এলাকাবাসির অনুরোধে নিজ খরচে ওই মাদরাসার ভবন নির্মাণের কাজ শুরু করেন। এতে অতর্কিত ভাবে বাধা দেন রূপগঞ্জ থানার হোরগাও গ্রামের এস কে সোলায়মান নামের এক ব্যাক্তি । গত ১৩ মার্চ মাদরাসার নির্মাণ কাজ চলা কালে ওই ব্যাক্তি তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে সুমন (১৯) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে আহত করে এবং
অপরাপর শ্রমিকদেরকে প্রাণ নাশের হুমকী দিয়ে তাড়িয়ে বলপূর্বক ওই স্থানে একটি সাইনর্বো স্থাপন করেন। আহত ওই শ্রমিক বর্তমানে আড়াইহাজার উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় সোমবার (১৭ মার্চ) একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে অভিুযক্ত এসকে সোল্ইামানের ব্যাক্তিগত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #