নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   বিনোদন   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা
শুভ মুক্তি / ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা
  বিনোদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  জাজ মাল্টিমিডিয়ার বহু প্রতিক্ষিত পটু সিনেমা
আগামী ১৭ মে শুক্রবার মুক্তি পাবে নারায়ণগঞ্জে
গুলশান সিনেপ্লেক্সে। পরিবার পরিজন নিয়ে রোমঞ্চকর গল্পে নির্মিত পটু সিনেমার সফল্য নিয়ে সকলেই আশাবাদি। সিনেমা নির্মাতারা বলছেন পটু দর্শকদের কাছে ব্যাপকনসাড়া পাবে। এই সিনেমায়
রাজশাহীর দুর্গম এলাকার ক্রাইম, থ্রিলার নির্ভর পটু সিনেমায় মোড়ল চরিত্রে অভিনয় করে সোয়েব মনির  ইতিমধ্যে সারা ফেলেছেন।
এ শিল্পি সোয়েব মনির জানিয়েছেন,
শুক্রবার, ১৭ই মে থেকে, পটু সিনেমা দেখানো হবে। আমি বিশ্বাস করি, পটু দেখে বের হবার সময় সবাই একটি ঘোরের মধ্যে থাকবেন।
নারায়ণগঞ্জে যাঁরা আছেন, পরিবার, বন্ধুবান্ধব নিয়ে সিনেমাটি দেখতে পারেন।
জাজের সিনেমা “পটু”
জাজ মানেই নতুন কিছু ! নতুন গল্প ! নতুন ধরনের গল্প ! নতুন ও ভার্জিন লোকেশন, সাথে নতুন পরিচালক, নতুন নায়ক, নতুন নায়িকা ও এক ঝাঁক নতুন মুখ সাথে জাজের পুরাতন দক্ষ টেকনিক্যাল টিম ।  মানে নতুন পুরাতনের সংমিশনে নতুন কিছু দেখবেন “পটু” সিনেমায় ।
সবচেয়ে মজার গল্প কি জানেন ? “পটু” সিনেমার পটু কিন্তু বাস্তব জীবনেও পটু এর মতই । মানে চর অঞ্চলের গরিবের ছেলে, কিন্তু কি দুর্দান্ত অভিনয় , যেন গোবরে পদ্ম ফুল ।”পটু” সিনেমা
“গুলশান সিনেপ্লেক্সে”
শিল্পী সোয়েব মনির
৩০ বছরের অভিনয় জীবন শুরু ১৯৯৩ সালে মঞ্চে মান্নান হীরার আদাব নাটকের মাধ্যমে, তারপর একে একে তাশের দেশ, ১৯৭১, রক্তকরবী, ঠিকানা, অন্তর্যাত্রা, লখাই, কবর, লালসালু, পূণ্যাহ সহ অসংখ্য মঞ্চ নাটকের দাপটের সাথে অভিনয় করে মানুষের মন জয় করেন,
তারপর টিভি নাটকে একজন রুপবানের গল্প, আশ্রয়, ছেলেটা বেয়াদব ২, হাউজ ফুল,পুতুলের সংসার, বুক পকেটের গল্প, দেয়ালের ওপাশে তুমিতে অভিনয় প্রতিভার সাক্ষর রাখেন,
আশফাক নিপুনের কষ্টনীড়, ইমরাউল রাফাতের তিথীর অসুখ, মিজানুর রহমান আরিয়ানের পুনর্মিলনে অভিনয় করে ওটিটি প্লাটফর্মেও দর্শকের নজর করেন।
এবার বড় পর্দায় নিজেকে তুলে ধরেন আহমেদ হুমায়ুনের পটু সিনেমার মাধ্যমে।
রাজশাহীর দুর্গম এলাকার ক্রাইম, থ্রিলার নির্ভর পটু সিনেমায় মোড়ল চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে সারা ফেলেছেন।
ঢাকা নারায়ণগঞ্জ সহ সারাদেশে একযোগে পটু সিনেমা এখনো প্রদর্শনী হচ্ছে।
সিনেমায় অভিনয় করার জন্যই এই জগতে আশা,
পটু একটি ক্রাইম থ্রিলার ধরনের গল্প। তবে কমেডিতেও ভরপুর। রাজশাহীর চরখানপুর যা ভারতের সীমান্তবর্তী এলাকায়, দুর্গম এই জনপদে সুটিং হয়েছে।
এই চরের সরল সহজ মানুষগুলোর হাসি কান্না, সুখ দুঃখ নিয়ে সত্যিকারের সামাজিক প্রেক্ষাপটে নির্মিত।
শিশু পাচারের গল্পে একটা সময় দর্শক এমন একটি ধাক্কা খাবে যা নিশ্চিত। এবং সিনেমা শেষ করে অনেকেই একটি ঘোরের মধ্যে থাকবে।
এখানে প্রায় সবাই নতুন মুখ। আর সবকিছু খুব বাস্তবিক। তাই নতুন ধরনের এই গল্প মানুষের ভালোলাগবে বিশ্বাস করি।
অভিনয়ঃ
ইভান, আফ্রা, শোয়েব মনির, দিলরুবা দোয়েল, জেপি, জয়, রিংকু, শামস, সিনান, রনি, নাদিম, সাব্বির, রহিদ, কেয়া, গফুর, বুল্টন, বাচ্চু দেওয়ানসহ আরো অনেকে।
গানঃ ইসলাম উদ্দিন পালাকার, আহমেদ হুমায়ূন, সিনান, জেপি।
রচনা, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনাঃ আহমেদ হুমায়ূন।
ছবি প্রদর্শনের সময়
সকাল – ১২. ৩০
দুপুর –  ০৩. ৩০
বিকেল – ০৬. ৩০
রাত  –    ০৯.০০।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১