শিরোনাম
১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাজ মাল্টিমিডিয়ার বহু প্রতিক্ষিত পটু সিনেমা
আগামী ১৭ মে শুক্রবার মুক্তি পাবে নারায়ণগঞ্জে
গুলশান সিনেপ্লেক্সে। পরিবার পরিজন নিয়ে রোমঞ্চকর গল্পে নির্মিত পটু সিনেমার সফল্য নিয়ে সকলেই আশাবাদি। সিনেমা নির্মাতারা বলছেন পটু দর্শকদের কাছে ব্যাপকনসাড়া পাবে। এই সিনেমায়
রাজশাহীর দুর্গম এলাকার ক্রাইম, থ্রিলার নির্ভর পটু সিনেমায় মোড়ল চরিত্রে অভিনয় করে সোয়েব মনির ইতিমধ্যে সারা ফেলেছেন।
এ শিল্পি সোয়েব মনির জানিয়েছেন,
শুক্রবার, ১৭ই মে থেকে, পটু সিনেমা দেখানো হবে। আমি বিশ্বাস করি, পটু দেখে বের হবার সময় সবাই একটি ঘোরের মধ্যে থাকবেন।
নারায়ণগঞ্জে যাঁরা আছেন, পরিবার, বন্ধুবান্ধব নিয়ে সিনেমাটি দেখতে পারেন।
জাজের সিনেমা “পটু”
জাজ মানেই নতুন কিছু ! নতুন গল্প ! নতুন ধরনের গল্প ! নতুন ও ভার্জিন লোকেশন, সাথে নতুন পরিচালক, নতুন নায়ক, নতুন নায়িকা ও এক ঝাঁক নতুন মুখ সাথে জাজের পুরাতন দক্ষ টেকনিক্যাল টিম । মানে নতুন পুরাতনের সংমিশনে নতুন কিছু দেখবেন “পটু” সিনেমায় ।
সবচেয়ে মজার গল্প কি জানেন ? “পটু” সিনেমার পটু কিন্তু বাস্তব জীবনেও পটু এর মতই । মানে চর অঞ্চলের গরিবের ছেলে, কিন্তু কি দুর্দান্ত অভিনয় , যেন গোবরে পদ্ম ফুল ।”পটু” সিনেমা
“গুলশান সিনেপ্লেক্সে”
শিল্পী সোয়েব মনির
৩০ বছরের অভিনয় জীবন শুরু ১৯৯৩ সালে মঞ্চে মান্নান হীরার আদাব নাটকের মাধ্যমে, তারপর একে একে তাশের দেশ, ১৯৭১, রক্তকরবী, ঠিকানা, অন্তর্যাত্রা, লখাই, কবর, লালসালু, পূণ্যাহ সহ অসংখ্য মঞ্চ নাটকের দাপটের সাথে অভিনয় করে মানুষের মন জয় করেন,
তারপর টিভি নাটকে একজন রুপবানের গল্প, আশ্রয়, ছেলেটা বেয়াদব ২, হাউজ ফুল,পুতুলের সংসার, বুক পকেটের গল্প, দেয়ালের ওপাশে তুমিতে অভিনয় প্রতিভার সাক্ষর রাখেন,
আশফাক নিপুনের কষ্টনীড়, ইমরাউল রাফাতের তিথীর অসুখ, মিজানুর রহমান আরিয়ানের পুনর্মিলনে অভিনয় করে ওটিটি প্লাটফর্মেও দর্শকের নজর করেন।
এবার বড় পর্দায় নিজেকে তুলে ধরেন আহমেদ হুমায়ুনের পটু সিনেমার মাধ্যমে।
রাজশাহীর দুর্গম এলাকার ক্রাইম, থ্রিলার নির্ভর পটু সিনেমায় মোড়ল চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে সারা ফেলেছেন।
ঢাকা নারায়ণগঞ্জ সহ সারাদেশে একযোগে পটু সিনেমা এখনো প্রদর্শনী হচ্ছে।
সিনেমায় অভিনয় করার জন্যই এই জগতে আশা,
পটু একটি ক্রাইম থ্রিলার ধরনের গল্প। তবে কমেডিতেও ভরপুর। রাজশাহীর চরখানপুর যা ভারতের সীমান্তবর্তী এলাকায়, দুর্গম এই জনপদে সুটিং হয়েছে।
এই চরের সরল সহজ মানুষগুলোর হাসি কান্না, সুখ দুঃখ নিয়ে সত্যিকারের সামাজিক প্রেক্ষাপটে নির্মিত।
শিশু পাচারের গল্পে একটা সময় দর্শক এমন একটি ধাক্কা খাবে যা নিশ্চিত। এবং সিনেমা শেষ করে অনেকেই একটি ঘোরের মধ্যে থাকবে।
এখানে প্রায় সবাই নতুন মুখ। আর সবকিছু খুব বাস্তবিক। তাই নতুন ধরনের এই গল্প মানুষের ভালোলাগবে বিশ্বাস করি।
অভিনয়ঃ
ইভান, আফ্রা, শোয়েব মনির, দিলরুবা দোয়েল, জেপি, জয়, রিংকু, শামস, সিনান, রনি, নাদিম, সাব্বির, রহিদ, কেয়া, গফুর, বুল্টন, বাচ্চু দেওয়ানসহ আরো অনেকে।
গানঃ ইসলাম উদ্দিন পালাকার, আহমেদ হুমায়ূন, সিনান, জেপি।
রচনা, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনাঃ আহমেদ হুমায়ূন।
ছবি প্রদর্শনের সময়
সকাল – ১২. ৩০
দুপুর – ০৩. ৩০
বিকেল – ০৬. ৩০
রাত – ০৯.০০।