নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   বিনোদন   ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা
শুভ মুক্তি / ১৭ মে গুলশান সিনেপ্লেক্সে মুক্তি পাবে পটু সিনেমা | সারা ফেলার প্রত্যাশা
  বিনোদন || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১৫ মে, ২০২৪
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  জাজ মাল্টিমিডিয়ার বহু প্রতিক্ষিত পটু সিনেমা
আগামী ১৭ মে শুক্রবার মুক্তি পাবে নারায়ণগঞ্জে
গুলশান সিনেপ্লেক্সে। পরিবার পরিজন নিয়ে রোমঞ্চকর গল্পে নির্মিত পটু সিনেমার সফল্য নিয়ে সকলেই আশাবাদি। সিনেমা নির্মাতারা বলছেন পটু দর্শকদের কাছে ব্যাপকনসাড়া পাবে। এই সিনেমায়
রাজশাহীর দুর্গম এলাকার ক্রাইম, থ্রিলার নির্ভর পটু সিনেমায় মোড়ল চরিত্রে অভিনয় করে সোয়েব মনির  ইতিমধ্যে সারা ফেলেছেন।
এ শিল্পি সোয়েব মনির জানিয়েছেন,
শুক্রবার, ১৭ই মে থেকে, পটু সিনেমা দেখানো হবে। আমি বিশ্বাস করি, পটু দেখে বের হবার সময় সবাই একটি ঘোরের মধ্যে থাকবেন।
নারায়ণগঞ্জে যাঁরা আছেন, পরিবার, বন্ধুবান্ধব নিয়ে সিনেমাটি দেখতে পারেন।
জাজের সিনেমা “পটু”
জাজ মানেই নতুন কিছু ! নতুন গল্প ! নতুন ধরনের গল্প ! নতুন ও ভার্জিন লোকেশন, সাথে নতুন পরিচালক, নতুন নায়ক, নতুন নায়িকা ও এক ঝাঁক নতুন মুখ সাথে জাজের পুরাতন দক্ষ টেকনিক্যাল টিম ।  মানে নতুন পুরাতনের সংমিশনে নতুন কিছু দেখবেন “পটু” সিনেমায় ।
সবচেয়ে মজার গল্প কি জানেন ? “পটু” সিনেমার পটু কিন্তু বাস্তব জীবনেও পটু এর মতই । মানে চর অঞ্চলের গরিবের ছেলে, কিন্তু কি দুর্দান্ত অভিনয় , যেন গোবরে পদ্ম ফুল ।”পটু” সিনেমা
“গুলশান সিনেপ্লেক্সে”
শিল্পী সোয়েব মনির
৩০ বছরের অভিনয় জীবন শুরু ১৯৯৩ সালে মঞ্চে মান্নান হীরার আদাব নাটকের মাধ্যমে, তারপর একে একে তাশের দেশ, ১৯৭১, রক্তকরবী, ঠিকানা, অন্তর্যাত্রা, লখাই, কবর, লালসালু, পূণ্যাহ সহ অসংখ্য মঞ্চ নাটকের দাপটের সাথে অভিনয় করে মানুষের মন জয় করেন,
তারপর টিভি নাটকে একজন রুপবানের গল্প, আশ্রয়, ছেলেটা বেয়াদব ২, হাউজ ফুল,পুতুলের সংসার, বুক পকেটের গল্প, দেয়ালের ওপাশে তুমিতে অভিনয় প্রতিভার সাক্ষর রাখেন,
আশফাক নিপুনের কষ্টনীড়, ইমরাউল রাফাতের তিথীর অসুখ, মিজানুর রহমান আরিয়ানের পুনর্মিলনে অভিনয় করে ওটিটি প্লাটফর্মেও দর্শকের নজর করেন।
এবার বড় পর্দায় নিজেকে তুলে ধরেন আহমেদ হুমায়ুনের পটু সিনেমার মাধ্যমে।
রাজশাহীর দুর্গম এলাকার ক্রাইম, থ্রিলার নির্ভর পটু সিনেমায় মোড়ল চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে সারা ফেলেছেন।
ঢাকা নারায়ণগঞ্জ সহ সারাদেশে একযোগে পটু সিনেমা এখনো প্রদর্শনী হচ্ছে।
সিনেমায় অভিনয় করার জন্যই এই জগতে আশা,
পটু একটি ক্রাইম থ্রিলার ধরনের গল্প। তবে কমেডিতেও ভরপুর। রাজশাহীর চরখানপুর যা ভারতের সীমান্তবর্তী এলাকায়, দুর্গম এই জনপদে সুটিং হয়েছে।
এই চরের সরল সহজ মানুষগুলোর হাসি কান্না, সুখ দুঃখ নিয়ে সত্যিকারের সামাজিক প্রেক্ষাপটে নির্মিত।
শিশু পাচারের গল্পে একটা সময় দর্শক এমন একটি ধাক্কা খাবে যা নিশ্চিত। এবং সিনেমা শেষ করে অনেকেই একটি ঘোরের মধ্যে থাকবে।
এখানে প্রায় সবাই নতুন মুখ। আর সবকিছু খুব বাস্তবিক। তাই নতুন ধরনের এই গল্প মানুষের ভালোলাগবে বিশ্বাস করি।
অভিনয়ঃ
ইভান, আফ্রা, শোয়েব মনির, দিলরুবা দোয়েল, জেপি, জয়, রিংকু, শামস, সিনান, রনি, নাদিম, সাব্বির, রহিদ, কেয়া, গফুর, বুল্টন, বাচ্চু দেওয়ানসহ আরো অনেকে।
গানঃ ইসলাম উদ্দিন পালাকার, আহমেদ হুমায়ূন, সিনান, জেপি।
রচনা, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনাঃ আহমেদ হুমায়ূন।
ছবি প্রদর্শনের সময়
সকাল – ১২. ৩০
দুপুর –  ০৩. ৩০
বিকেল – ০৬. ৩০
রাত  –    ০৯.০০।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১