শিরোনাম
সাধারণ মানুষ ছয় মাসেও একবার ইলিশ মাছ খেতে পারছে না !
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ রূপালী ইলিশ ভরা মৌসুমেও ক্রয় ক্ষমতার বাইরে। সাধারন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ইলিশ মাছ কিনে খাওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। এ বিষয়ে সাধারন একজন মানুষ তার ফেসবুক পেজে ইলিশ মাছ নিয়ে একটি স্টাটাস দিয়েছেন। যা রিতীমত বাইরাল হয়েছে। নিচে সই স্টাটাসের লেখাটি হুবহুব তুলে ধরা হলো।
ইলিশ ঘাস খায় না,খড় খায় না,
খৈল, ভুষি বা ফিডও খায় না!
ইলিশের জন্য চিকিৎসা খরচও নাই, ইলিশ চাষ করতে দিনমজুরও রাখা লাগে না!
ইলিশ ইউক্রেন-রাশিয়া থেকেও আসে না কিংবা ইলিশ পুকুরেও চাষাবাদ করা হয় না!
নদী বা সমুদ্র থেকে জাল টেনে ধরে আনা ইলিশের দাম
গরু, ছাগলের মাংস থেকেও অনেক বেশী।
এর জন্য দায়ী কে,,,???
ইলিশ আমাদের জাতীয় মাছ!
সাধারণ মানুষ যদি সিজনের সময়ও ছয় মাসে একবার ইলিশ মাছ খেতে না পারে তাহলে এমন জাতীয় মাছ দিয়ে আমরা কি করবো?
(সংগৃহিত)