নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   জেলার খবর   বন্দরে সামিট পাওয়ার প্লাটের নিয়ন্ত্রন নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি মধ্যে উত্তেজনা
উত্তেজনা / বন্দরে সামিট পাওয়ার প্লাটের নিয়ন্ত্রন নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি মধ্যে উত্তেজনা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিবেদকঃ বন্দরে সামিট পাওয়ার প্লাটের নিয়ন্ত্রন নিয়ে স্থানীয়  আওয়ামীলীগ ও বিএনপি মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি । এদিকে উত্তেজনার ঘটনার  খবর পেয়ে বন্দর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান।  বুধবার (২১ আগস্ট) সকাল ১০টায়  বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ টিক্কারমোড় এলাকাস্থ সামিট পাওয়ার প্লাটের মেইন গেইটের সামনে ওই উত্তেজনার ঘটনাটি ঘটে।


বিভিন্ন তথ্যসূত্রে ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানাগেছে, বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জের ইসলামপুর, নয়াপাড়া, পিএমরোড এলাকার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ধরে সামিট পাওয়ার প্লান্টে পুড়া তেলের ব্যবসা করে আসছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের পতন ঘটলে সারা দেশের ন্যায় বন্দরে রাজনৈতিকপট পরিবর্তন ঘটে। এদিকে বুধবার সকালে মদনগঞ্জের ইসলামপুর, নয়াপাড়া ও মদনগঞ্জ পিএমরোড এলাকার আওয়ামীলীগের নেতাকর্মীরা সামিট পাওয়ার প্লান্ট থেকে পুড়া তেল বের করার উদ্যোগ নিলে  খবর পেয়ে  সকাল থেকে সুবিধা বঞ্চিতরাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সামিট পাওয়ার প্লান্টের সামনে অবস্থান নেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্য চরম উত্তেজনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে মদনগঞ্জ ইসলামপুর এলাকার স্বেচ্ছাসেবকলীগের নেতা গনমাধ্যমকে জানায়, সামিট পাওয়ার প্লান্ট কর্তৃপক্ষের সাথে  গত ২৫ জুন ২০২৪ ইং সাল হইতে আগামী ২৫ জুন ২০২৫ সাল মেয়াদে ১ লাখ ৫৩ হাজার লিটার পুড়া তেল ক্রয় সংক্রান্ত ব্যাপারে একটি চুক্তি হয়। পরে গত ৩১জুলাই উল্লেখিত প্রতিষ্ঠানকে পুড়া তেল ক্রয় ব্যাপারে নগদ ১৪ লাখ টাকা প্রদান করি।  এর ধারাবাহিকতায়  বুধবার সকালে সামিট পাওয়ার প্লান্টে আমাদের পুড়া তেলের গাড়ী প্রবেশের খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা উল্লেখিত প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে পুড়া তেল নিতে বাধা সৃষ্টি করে।


নাম প্রকাশ না করার শর্তে  বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের একাধিক বিএনপি নেতা গনমাধ্যমকে আরো জানান, আওয়ামীলীগ সরকার শাসন আমলে মদনগঞ্জের  ইসলামপুর, নয়াপাড়া, পিএম রোডের কতিপয় আওয়ামীলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে সামিট পাওয়ার প্লান্টে পুড়া তেল লুটেপুটে খাচ্ছে৷ এ সামিট পাওয়ার প্লান্টের শব্দ দূষণ ও অতিরিক্ত কম্পনের  কারনে উল্লেখিত এলাকাসহ এর আশে পাশের এলাকার  সাধারণ জনগন মারাত্মক ভাবে ক্ষতি সাধন হচ্ছে।
তাদের অপকর্ম রুখে দেওয়ার জন্য সুবিধা বঞ্চিতসহ ১৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সকালে সামিট পাওয়ার প্লান্টের সামনে অবস্থান নেয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...