ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা পিস্তল জুম্মান গ্রেপ্তার


বন্দর প্রতিবেদকঃ বন্দরে অপারেশন ডেভিল হান্টে কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক পিস্তল জুম্মান (৪৭) গ্রেপ্তার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে এলাকাবাসী। ধৃত যুবলীগ নেতা পিস্তল জুম্মান কর্তৃক নির্যাতিত ও ক্ষতিগ্রস্তরা ক্ষোভ প্রকাশ করে গনমাধ্যমকে আরো জানায়, পিস্তল জুম্মান এলাকাবাসীর জন্য ছিল এক আতংকের নাম।
আওয়ামীলীগের দুঃশাসন আমলে পিস্তল জুম্মান ক্ষমতার অপব্যবহার করে সাধারন মানুষের জমিজমাসহ এমনকি ডিস ও ওয়াইফাই ব্যবসা দখল করে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। ফ্যাসিবাদ সরকার আমলে পিস্তল জুম্মান ওসমান পরিবারের ক্ষমতার অপব্যবহার করে পশ্চিম কল্যান্দী, নয়ানগর, আদমপুরসহ এর আশে পাশের এলাকাগুলোতে একক অধিপত্য বিস্তার করে সন্ত্রাসী রাজত্ব কায়েম করে।
বিভিন্ন তথ্যসূত্রে জানাগেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পশ্চিম কল্যান্দী এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে পিস্তল জুম্মানের অত্যাচরে চরম ভাবে অতিষ্ট হয়ে উঠেছে। তার বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ ছাড়াও পিস্তল জুম্মানসহ তার সন্ত্রাসী বাহিনী বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ রয়েছে। ডেভিল হান্টে অভিযানে পিস্তল জুম্মান গ্রেপ্তার হলেও তার দোসরা রয়েছে এখনো ধরা ছোঁয়ার বাহিরে। পিস্তল জুম্মানের সহযোগিদের গ্রেপ্তারের জন্য যৌথ বাহিনী জরুরী হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয় এলাকাবাসী। #