শিরোনাম
রূপগঞ্জে যাত্রীবাহি বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫
নারায়ণগঞ্জের খবর রিপোর্টঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবাহি বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৫ জন। দুপুরে উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কে আড়িয়াব এলাকায় এদুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের তাৎক্ষণিক নাম পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক জুবায়ের আহমেদ জানান, ঢাকা-সিলেট মহাসড়কে আড়িয়াব এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহি বাসের সঙ্গে মালবাহী পিকআপভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যান চালক নিহত ও আহত হয় কয়েক জন। তাদের নাম ও পরিচয় জানা চেষ্টা চলছে। ঘটনা পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাস ও পিকআপভ্যান জব্দ করা হয়েছে।#