শিরোনাম
ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে সেলিম মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।রোববার (২ অক্টোবর) দুপুরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সেলিম মিয়া শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামের মর্তুজ আলীর ছেলে।শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল বলেন, ‘সেলিম মিয়া প্রায় সাত লাখ টাকা ঋণ ছিলেন। এই চাপ সামলাতে না পেরে ভোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। দুপুরে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা না করায় বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’