নারায়ণগঞ্জ  শনিবার | ১৩ই ডিসেম্বর, ২০২৫ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   নির্বাচন আচরণবিধি মেনে মাসুদুজ্জামানের ব্যানার পোস্টার অপসারণ   |   বৃক্ষ মেলা পরিবেশবান্ধব ও সবুজ আন্দোলনকে এগিয়ে নিবে – মাসুদুজ্জামান মাসুদ    |   নতুন প্রজন্মের প্রত্যাশায় আগামীর নারায়ণগঞ্জ গড়তে চাই – মাসুদুজ্জামান মাসুদ   |   ‎‎স্ত্রীকে মারধর ও নির্যাতন করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন    |   খালেদার জন্য দোয়া, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে – মোহাম্মদ আলী   |   পীরজাদা মারুফ সিরাজ শাহ’র জন্মদিনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ   |   বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া খাবার বিতরণ   |   ২৪ ঘন্টায়  সুমন খলিফা হত্যাকান্ডেররহস্য উন্মোচন স্ত্রীসহ ৬ আসামী গ্রেফতার      |   দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চাইলেন – রনি   |   সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আরোগ্য কামনায় বন্দর প্রেসক্লাবে দোয়া   |   ডেঙ্গুতে আক্রান্ত জাসান নেতা আনিসুল ইসলাম সানি সকলের দোয়া চেয়েছেন   |   বন্দরে গ্যাসের পাইপ সংস্কার দাবিতে  মানববন্ধন করে সড়ক অবরোধ   |   দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান   |   গণতন্ত্রের মা খালেদা জিয়া আজ অত্যন্ত সংকটাপন্ন সকলের দোয়া চাই – মাসুদুজ্জামান    |   বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আইনজীবী সমিতির দোয়া অনুষ্ঠিত   |   খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মহানগর বিএনপি’র কোরআন খতম ও দোয়া   |   আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান পরিত্যক্ত অবস্থায় ঝোপ থেকে উদ্ধার   |   বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় মাসুদুজ্জামানের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় দোয়া   |   জাসাস নেতা নুরু মিয়ার মৃত্যুতে আনিসুল ইসলাম সানি’র শোক   |   মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা আহ্বায়ক নূর আলম সদস্য স‌চিব লিংকন 
 প্রচ্ছদ   স্বাস্থ্য   দেশে ডায়াবেটিস রোগি ১ কোটি ৩১ লাখ | প্রাপ্ত বয়স্ক ৪ জনের মধ্যে ১ জন আক্রাক্ত
দেশে ডায়াবেটিস রোগি ১ কোটি ৩১ লাখ | প্রাপ্ত বয়স্ক ৪ জনের মধ্যে ১ জন আক্রাক্ত
  স্বাস্থ্য || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

দুলাল হোসেন – নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  বর্তমানে দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় এক কোটি ৩১ লাখ । এর মধ্যে চিকিৎসার আওতায় আছেন ৪৫ শতাংশ ( ৫৯ লাখ ) রোগী । এই রোগীর ৫০ শতাংশ নারী । দেশে প্রতি ১০০ ডায়াবেটিক রোগীর মধ্যে ৬০ জন এই জটিলতায় ভোগেন । আর ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে দেশের প্রাপ্তবয়স্ক চারজনের মধ্যে একজন ডায়াবেটিসে আক্রান্ত । আবার ৫০ শতাংশ রোগীই নিজের রোগ সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আজ সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস । এ দিবস উপলক্ষে গতকাল রোববার বারডেম হাসপাতালের সভাকক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ( বাডাস ) সংবাদ সম্মেলন করে । এতে বাডাস সভাপতি অধ্যাপক ডা . এ কে আজাদ খান , মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন , ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা . এম এ রশীদ ও অধ্যাপক ডা . অরূপ রতন চৌধুরী উপস্থিত ছিলেন । জনসচেতনতা বাড়াতে ২০০৭ সাল থেকে প্রতিবছরের ১৪ নভেম্বর ‘ বিশ্ব ডায়াবেটিস দিবস ‘ পালন করা হয় । দিবসটির এবারের প্রতিপাদ্য — আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন ।আজ ১৪ নভেম্বর দৈনিক কালবেলায় প্রকাশিত সংবাদটি পাঠকদের জন্য হুবহুব তুলে ধরা হলো।বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৭০ দেশে দিবসটি পালিত হবে । সংবাদ সম্মেলনে বাডাসের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয় । এসব কর্মসূচির মধ্যে রোডশো , বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা , আলোচনা সভা , কম মূল্যে হৃদরোগ ক্যাম্প , স্বেচ্ছায় রক্তদান উল্লেখযোগ্য । বাডাস সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা . এ কে আজাদ খান বলেন , বর্তমানে দেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় এক কোটি ৩১ লাখ । এর মধ্যে চিকিৎসার আওতায় আছেন ৪৫ শতাংশ ( ৫৯ লাখ ) রোগী । এই রোগীদের ৫০ শতাংশ নারী । দেশে প্রতি ১০০ ডায়াবেটিক রোগীর মধ্যে ৬০ জন এই জটিলতায় ভোগেন । আর ২০ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে । তিনি আরও বলেন , দেশে প্রাপ্তবয়স্ক প্রতি চার ব্যক্তির একজন ডায়াবেটিসে আক্রান্ত । আর প্রতি ১০০ অন্তঃসত্ত্বার মধ্যে ২৬ জন গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন । তাদের ৬৫ শতাংশের পরে টাইপ -২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে । গর্ভস্থ শিশুদেরও পরে টাইপ -২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি । পরিকল্পিত গর্ভধারণ ও গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে টাইপ -২ ডায়াবেটিসডায়াবেটিসে আক্রান্ত | শেষ পৃষ্ঠার পর অনেকাংশেই প্রতিরোধ সম্ভব । ফলে যাদের ডায়াবেটিস আছে , তাদের তা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সচেতন করতে হবে । অধ্যাপক আজাদ খান আরও বলেন , বিশ্বে ২০২১ সালে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ছিল ৫৩ কোটি ৭০ লাখ । অর্থাৎ প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত । আগামী ২০৩০ সালে ডায়াবেটিক রোগী হবে ৬৪ কোটি ৩০ লাখ আর ২০৪৫ সালে ৭৮ কোটি ৩০ লাখ । ডায়াবেটিসে আক্রান্তদের মধ্যে প্রতি চারজনের মধ্যে তিনজন নিম্ন ও মধ্যম আয়ের দেশে বাস করেন । ডায়াবেটিসে আক্রান্তদের দুই – তৃতীয়াংশই শহরবাসী । সারা বিশ্বে ২০২১ সালে ডায়াবেটিসে মৃত্যু হয়েছে ৬৭ লাখ জনের । ডায়াবেটিস চিকিৎসায় ২০২১ সালে বিশ্বে ব্যয় হয়েছে ৯৬৬ বিলিয়ন ডলার , যা বৈশ্বিক স্বাস্থ্য খাতে মোট ব্যয়ের ৯ শতাংশ । অধ্যাপক এ কে আজাদ খান আরও বলেন , একটু সচেতন হলে ৮০ শতাংশ ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব । যাদের ডায়াবেটিস আছে তাদের এ রোগ নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে হবে । ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে হৃদরোগ , কিডনি , স্ট্রোক , চোখের রোগ , পঙ্গুত্ব ও দাঁতের মাড়ির রোগ হয় । এসব জটিলতা থেকে রক্ষা পেতে কার্বোহাইড্রেট , তৈলাক্ত খাবার পরিহারের পাশাপাশি নিয়মিত হাঁটাহাঁটি , ব্যায়াম করা , সুষম খাদ্য গ্রহণ , নিয়মিত ওষুধ সেবন ও সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে । তিনি আরও বলেন , ডায়াবেটিক রোগী শনাক্ত ও তাদের চিকিৎকসায় বারডেম হাসপাতাল , বিআইএইচএস ও ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের ৩৫ সেন্টার , ৬১ সমিতি , ২৯ সাব – এফিলিয়েটেড অ্যাসোসিয়েশনের মাধ্যমে রাজধানীসহ সারা দেশে কাজ চলছে । বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন , আক্রান্তদের ৩৯ শতাংশ রোগটি সম্পর্কে ভালো ধারণা আছে । আর ৭০ শতাংশ মোটামুটি জানে । একজন রোগীর পেছনে বছরে ৬৫ ডলার ব্যয় হয় । ডায়াবেটিসজনিত কারণে যাদের স্ট্রোক , কিডনি , লিভার , চোখসহ অন্যান্য অঙ্গের সমস্যা দেখা দেয় , তাদের চিকিৎসা ব্যয় অনেক বেশি । ডায়াবেটিস রোগের পেছনে বাংলাদেশে স্বাস্থ্য বাজেটের ১৫ শতাংশ ব্যয় হয় । বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও বলেছেন , সব জেলা হাসপাতালে ডায়াবেটিস চিকিৎসার ব্যবস্থা নেই । কিছু কিছু মেডিকেল কলেজ হাসপাতালে এন্ডাক্রাইমনোলজি বিভাগে এর চিকিৎসা দেওয়া হয় । কিন্তু সব মেডিকেল কলেজ হাসপাতালে এই বিভাগ নেই । ফলে রোগীরা ডায়াবেটিক সমিতি হাসপাতাল ও ঢাকার বারডেম হাসপাতালে ভিড় করেন । এখন মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালে ডায়াবেটিস বিভাগ চালুর পাশাপাশি সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়া দরকার । ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন ( আইডিএফ ) ২০২১ – এর তথ্যানুযায়ী , বিশ্বে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ৫৪ কোটির বেশি । এ রোগ প্রতিরোধ করা না গেলে আগামী ২০৪৫ সাল নাগাদ রোগীর সংখ্যা ৭৮ কোটিতে পৌঁছাবে ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...