শিরোনাম
আলী আহাম্মদ চুনকা চিশতি’র ৩৯ তম দুইদিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নক্সবন্দিয়া তরিকার অন্যতম খলিফা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রতিষ্ঠাতা সহ সভাপতি পৌরপিতা আলী আহাম্মদ চুনকা চিশতি ( রহঃ ) এর ৩৯ তম দুই দিনব্যাপী পবিত্র ওরশ মোবারক শুরু হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার বিকেলে শহরের পশ্চিম দেওভোগ চুনকা কুঠিরে “খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্ক খানকা থেকে ফুল চাঁদর নিয়ে নিয়ে মাসদাইর কবরস্থানে আলী আহাম্মদ চুনকা চিশতি ( রহঃ ) মাজার শরীফে গিয়ে ফুল চাঁদর চড়িয়ে কুল ফাতেহা পাঠ, করে বিশেষ দোয়া করা হয়। পরে বাদ এশা খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্কে কুল ফাতেহা পাঠ ও মজলিশে সামা অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিথ ছিলেন ঢাকা নবাববাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাশীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই, হযরত শাহ সৈয়দ খাজা দায়েম হাসান নক্ক্সেবন্দ আবুল ওলাই, হযতর শাহ সৈয়দ খাঁজা তাজাওয়ার হাসান নক্ক্সেবন্দ আবুল ওলাই। এসময় আলী হাম্মদ চুনকা’র বড় ছেলে মোহাম্মদ আলী রেজা রিপন, আহাম্মদ আলী রেজা উজ্জল সহ তরিকতের পীর ভাই বোন আশেকান মুরিদান ও ভক্তবৃন্দরা অংশ গ্রহন করেন।
দুই দিনব্যাপি ওরশ মোবারকের কর্মসূচীতে পবিত্র কোরআন খতম, ফুল চাঁদর নিয়ে মাজারে কুল ফাতেহা। বাদ এশা খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইস্কে কুল ফাতেহা মজলিশে সামা, ও রোবরার বাদ যোহর নেওয়ার বিতরন করা হবে। আলী আহম্মদ চুনকা পরিবারের পক্ষ থেকে তার বড় সন্তান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী তার পিতা ও মাতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। #