শিরোনাম
মানসিক ভারসাম্যহীন হারিয়ে নিখোঁজ নূর হোসেনের সন্ধান চায় পরিবার
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের ২ নং বাবুরাইল এলাকার বাসিন্দা মোঃ নূর হোসেন (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি হারিয়ে নিখোঁজ হয়েছেন। সে বাবুরাইল এলাকার মরহুম শাহাবুদ্দিন মিয়ার ছেলে। গত ৮ অক্টোবর শনিবার থেকে মোঃ নূর হোসেন হারিয়ে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার ভাই ফয়সাল আহমেদ বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় সাধারন ডাইরী করেছে । যান জিডি নং ৬৮৮/১৪-১০-২০২২। নূর হেসেন হারানোর সময় তার পরনে ছিল সাদা ও নীল কালারের গেঞ্জী এবং জিন্স পেন্ট। যদি কোন হৃদয়বান ব্যাক্তি তাকে পেয়ে থাকেন অথবা চলার পথে দেখা দেখা হয় তাহলে 01716758307, 01674711420 এই নাম্বারে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনূরোধ করেছে তার পরিবার। #