মোহছেন আউলিয়ার ওরশে ঢাকা নবাববাড়ি পীরজাদাদের অংশগ্রহন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ চট্টগ্রামের বার আউলিয়ার অন্যতম শাহ মোহছেন আউলিয়া (রহ.)’র বার্ষিক ওরশ মোবারক সম্পূন্ন হয়েছে। শাহ মোহছেন আউলিয়া (রহ.)’র বার্ষিক ওরশ মোবারকে ঢাকা নবাববাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদারা ফুল চাঁদর, কুল ফাতেহা পাঠ করে দেশ ও জাতির মঙ্গলকামনা করে বিশেষ দোয়া কামনা করেছেন।
প্রতি বছর আষাঢ় মাসের ছয় তারিখ, মঙ্গলবার ২০ জুন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যাথাযথ মর্যাদায় শাহ মোহছেন আউলিয়া (রহ.)’র ওরশ অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্ত অনুরক্তদের আগমন ঘটে।
ওরশ মোবারকে ঢাকা নবাববাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদারা ওরশ মোবারক অনুষ্ঠানে নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই উপস্থিথ ছিলেন। এসময় পীরজাদাদের পরিবার, মুরিদান আশেকান ও ভক্তবৃন্দরা উপস্থিথ হয়ে ওরশ মোবারকের কর্মসূচীতে অংশ গ্রহন করেন।
জানা যায়, ১৩ শতকের দিকে ইয়েমেন থেকে পাথরে ভেসে সাগর পথে শাহ মোহছেন আউলিয়া (রহ.) চট্টগ্রামের আনোয়ারায় আসেন। এখানে অবস্থান করে তিনি দ্বীন প্রচারে মনোযোগী হন। দীর্ঘদিন তিনি ধর্মপ্রচারে সময় ব্যয় করেন। তার মৃত্যুর পর তার উত্তরসূরীরা দীর্ঘদিন নির্দেশনামতে দ্বীনের প্রচারকাজ চালিয়ে যান। #