শিরোনাম
শীতলক্ষ্যা পাড়ে তিনদিন ব্যাপী জল রঙ কর্মশালা উদ্বোধন ৩০ সেপ্টেম্বর
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ আউটডোট গ্রুপের উদ্যোগে আগামী ৩০ সেপ্টম্বর শনিবার থেকে তিনদিন ব্যাপী জল রঙ কর্মশালা অনুষ্ঠিত হবে। শহরের শীতলক্ষ্যা নদীর পাঁচ ৫ নং ঘাট এলাকায় উল্লখিত তারিখ সকাল ৯ টায় জল রঙ কর্মশালা উদ্বোধন করবেন, সংস্কৃতজন ও চিত্রশিল্পী রফিউর রাব্বি।
এসময় অনুষ্ঠানে অতিথি থাকবেন নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট এর অধ্যক্ষ চিত্রশিল্পী শামসুল আলম আজাদ, আলোকচিত্রশিল্পী ও সংগঠক জয় কে রায় চৌধুরী, চিত্রশিল্পী ও সংগঠক মুনতাসির মঈন, প্রশিক্ষক চিত্রশিল্পী জিয়াউর রহমান জয়, সমন্বয়ক অনুপম রায় ,
নারায়ণগঞ্জ আউটডোর গ্রুপ সহ সমন্বয়কঃ রাজীব শীল। তিনদিনব্যাপি ৩০ সেপ্টেম্বর শনিবার জল রঙ কর্মশালা শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে। জল রঙ প্রশিক্ষন কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সাধারন চিত্রশিল্পীরা অংশ গ্রহন করবেন। #