শিরোনাম
তল্লা পাঠাগারে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর দিনব্যাপী সেবামূলক কর্মসূচী পালন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ অক্টোবর সেবা মাসে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর উদ্যোগেতল্লা এলাকায় দিনব্যাপী সেবামূলক কার্যক্রম পালন করেছে। শনিবার ১৪ অক্টোবর শহরের তল্লা বড় মসজিদ এলাকায় সাধারণ পাঠাগারে দিনব্যাপী সাত ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
এ কর্মসূচীতে ১০০ জন শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরন, ১০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী বিতরন, ১০৭ জনকে দৃষ্টি শক্তি পরীক্ষা, ১০১ জনকে ডায়বেটিক নির্নয় কর্মসূচী, ১০০ জনকে রক্তের গ্রুপ নির্ময়, ১০০ জনকে স্বাস্থ্য পরিক্ষা।
এসময় উপস্থিথ ছিলেন, রিজিওন চেয়ারপার্সন হেডকেয়াটার প্রটোকল লায়ন মোঃ সায়েদুল ইসলাম শাকিল, রিজিওন চেয়ারপার্সন হেডকোয়াটার পিকনিক লায়ন সাইদুল্লাহ হৃদয় এমজেএফ, ডিস্ট্রিক্ট চেয়ারম্যানপার্সন ও লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ক্লাব প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ভূইয়া এমজেএফ,
ক্লাব জয়েন্ট সেক্রেটারী লায়ন তানভীর আবেদিন তন্ময় এমজেএফ,ক্লাব ট্রেজারার লায়ন আলাল উদ্দিন এমজেএফ, ক্লাব সদস্য লায়ন হাসান উল রাকিব এসময় উপস্থিথ ছিলেন। উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর উদ্যোগে অক্টোবর সেবার মাসে ৫০ টি সেবামূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে। #