সোনারগাঁয়ে ধর্ষণের পর হত্যার মামলায় একজনকে মৃত্যুদন্ডের আদেশ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর এলাকার ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নবী হোসেন নামে একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত।আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এ রায় ঘোষণা করেন। এসময় মামলার আসামী পলাতক ছিলেন।সাজা প্রাপ্ত মোঃ নবীর হোসেন আড়াইহাজার বাসিন্দা। ভাড়া থাকতো সাদিপুরে।রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, ২০১০ সালের ১ জানুয়ারী ভোরে সোনারগাঁয়ে সাদিপুর এলাকায় কিশোরী বাড়িতে তাকে একা পেয়ে কিশোরীকে ধর্ষণের পর গলায় রুমাল প্যাচিয়ে হত্যা করে প্রতিবেশী নবীর হোসেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ওই বছরের ২৮ মার্চ আদালতে মামলার অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। ঘটনার চারদিন পর আড়াইহাজার থেকে নবীরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে জামিনে বেড়িয়ে পলিয়ে যান। মামলারটিতে পুলিশ, চিকিৎসকসজ ১১ জনের সাক্ষ্য শেষে আজ আদালত আসামি নবীর হোসেনকে মৃত্যু দণ্ডের আদেশ দিয়েছেন। #