শিরোনাম
বিশ্বকাপে বুদ্ধিমান বল | সমাধান করছে জটিল সমস্যা !
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ এবারের বিশ্বকাপের বল ম্যাচ চলা সময়ে প্রতি মূহুর্ত তথ্য পাঠায় সার্ভারে । প্রতিটি বলে সেন্সর বসানো আছে। খেলা সময়ে সেন্সরের মধ্যমে প্রতি সেকেন্ডে ৫০০শ তথ্য পাঠাতে পারে । আধুনিক প্রযুক্তি দিনে দিনে বিস্ময়কর দিকপাল উন্মোচন করে মানুষকে তাক লাগিয়ে দেওয়ার মত ঘটনা ঘটাচ্ছে। পূর্বের সময় মানুষকি কখনো বেভেছে খেলার বল নিজেই তথ্য দিবে ? সে তথ্য আবার সার্ভারে রেকর্ড হবে। যা খেলার মধ্যে জটিল সমস্যা সৃস্টি হলে সমাধানে সহায়তার মাধ্যম সহ ম্যাচটির গুরুত্বপূর্ণ রেকর্ড আয়ত্ব করবে ? এমনই বিস্ময়কর আবিস্কার এবারের বিশ্বকাপ খেলার বল। প্রতি বিশ্বকাপে ব্যবহৃত হয় নতুন বল । আর বলের নামও হয় ভিন্ন । কাতার বিশ্বকাপে ব্যবহার করা হচ্ছে নতুন প্রযুক্তির বল ‘ আল রিহলা ” । বলটি তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা । সম্প্রতি এই বলের একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ্যমাধ্যমে । এতে দেখা যায় , বলের একটি অংশ খুলে চার্জ দেওয়া হচ্ছে । অনেকটা মোবাইল বা ল্যাপটপের মতো । এর রহস্য খোলাসা করেছে বলটির নির্মাতা প্রতিষ্ঠান । তাদের দাবি , এবারের বলগুলো আগের চেয়ে বেশ আলাদা । বলের ভেতরে সেন্সর বসানো আছে । ম্যাচ চলাকালে প্রতি মুহূর্তের তথ্য সার্ভারে পাঠায় । প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ তথ্য পাঠানো হয় । কোনো কিছু স্পর্শ করামাত্রই তা চলে আসে সার্ভারে । এই সেন্সরের সঙ্গে যুক্ত আছে ১৪ গ্রাম ওজনের একটি ব্যাটারি । মূলত এই ব্যাটারিগুলোকেই ম্যাচের আগে চার্জ দিতে হয় । আর একবার চার্জে ছয় ঘণ্টা ব্যাটারির আয়ু থাকে । আল রিহলা বলের গুরুত্ব বোঝা যায় পর্তুগাল – উরুগুয়ে ম্যাচে । সে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি গোল নিয়ে বিতর্ক তৈরি হয় । বলের নির্মাতা প্রতিষ্ঠান সেন্সর থেকে পাওয়া তথ্য যাচাই করে জানায় , গোলটি রোনালদোর নয় , ব্রুনো ফার্নান্দেসের । বলে রোনালদোর কোনো স্পর্শ লাগেনি । বল গোলের দিকে যাওয়ার সময় যে স্পন্দন দেখা গেছে , তাতে এটি স্পষ্ট যে , বলে রোনালদোর কোনোরকম ছোঁয়া লাগেনি । এবারের বিশ্বকাপে আল রিহলা নামে যে বল ব্যবহার করা হচ্ছে , সেটির মধ্যে সেন্সর লাগানো আছে । সেটির সাহায্যেই আমরা বলতে পারি যে , বল রোনালদোর মাথা স্পর্শ করেনি । ‘ যদিও পর্তুগিজ অধিনায়ক রোনালদো এই দাবি মানতে নারাজ । তিনি নিজের গোল বলে দাবি করেছেন
বলের সঙ্গে বল প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয় , ‘ আমাদের কাছে রাখা বলের প্রযুক্তি বলছে , ওই গোলটি ব্রুনো ফার্নান্দেসের। এই বলের তথ্যে খেলার অফসাইড সহযেই ধরা পড়ছে। বিশ্বকাপের প্রতিটি ম্যাচে এ বল তথ্য পঠিয়ে নানা ভাবে সহায়তা করছে। #