১কেজি গাঁজা পাচারের অপরাধে সিঙ্গাপুরে এক ব্যাক্তির মৃত্যুদণ্ড কার্যকর
নারায়ণগঞ্জে খবর ডেস্কঃ সিঙ্গাপুরে কঠোর ভাবে মাদক আইন মেনে চলা হয়। এক কেজি গাঁজা পাচারের দায়ে সিঙ্গাপুরে তাঙ্গারাজু সুপিয়াহ (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সকালে দেশটির চাঙ্গি কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে ২০১৮ সালে এ কেজি গাঁজা পাচারের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিলো।
খবর আলজাজিজার। তাঙ্গারাজু সুপিয়াহর পরিবারের বরাতে আলজাজিরা জানিয়েছে, কারাগার থেকে পরিবারের কাছে একটি মৃত্যু সনদ বুঝিয়ে দেওয়া হয়েছে। সেন্ট্রাল নারকোটিকস ব্যুরোর (সিএনবি) বিবৃতি অনুসারে, এক কেজির বেশি গাঁজা পাচারে জড়িত থাকায় ২০১৮ সালে তাঙ্গারাজুকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ২০১৯ সালে তার আপিল খারিজ করে দেন আদালত।
রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদনও ব্যর্থ হয়। পরে পরিবারের সদস্যরা ও মানবাধিকার কর্মীরা তার ক্ষমার জন্য জনসমক্ষে আবেদন করেছিলেন। প্রসঙ্গত, বিশ্বের অনেক দেশেই গাঁজা বৈধ। তবে সিঙ্গাপুর কঠোর মাদক আইন মেনে চলা হয়। মাদককারবারিদের ঠেকাতে এবং জননিরাপত্তা বজায় রাখতে দেশটির সরকার এই আইন কঠোরভাবে মেনে চলে। #