না’গঞ্জে সর্বত্রই ঝুর্ণিঝড় মোখা নিয়ে আলোচনা ! এ দুর্যোগ থেকে রক্ষার প্রার্থনা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ চলতি মে মাসের মাসের মাঝামাঝি স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হচ্ছে। আজ প্রাকৃতিক দুর্যোগ মোখার বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারায়ণগঞ্জের স্কুলগুলোতে পরীক্ষার ফি বেতন দিতে অভিভাবকদের ভীড় লক্ষ করা গেছে। দুপুর দুইটায় নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের অফিস রুমে অভিভাবকদের ছিল উপছে পড়া ভীর।
কয়েকজন অভিভাবকের সাথে কথা হলে তারা জানায়, মর্গ্যান স্কুলে ১৫ মে তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। আজ বেতন ফি দেওয়ার শেষ তারিখ তাই এমন ভীর। ঈদের ছুটির পর অধিকাংশ অভিভাবক বকেয়া বেতন দিতে পারেনি। তাই বেশিরভাগই আজ বেতন পরিশোধ করছে। বতেন দিতে দীর্ঘ লাইনে দাড়িয়ে অভিভাবকরা ঝুর্ণিঝড় মোখা পরিস্থিতি নিয়ে একে অপরের সাথে আলোচনা করছিল।
শুধু স্কুলের বেতনের লাইনেই নয় নারায়ণগঞ্জের সর্বত্বই চায়ের দোকানে আড্ডা ব্যাবসাকেন্দ্র অফিস আদালতেও বসচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল ঘুর্ণিঝড় মোখা এখন কি অবস্থায় আছে। উপকূলে সেখানকার মানুষের কি অবস্থা হচ্ছে। তবে তাদের কয়েকজনের সাথে কথা বল্লা তারা জানিয়েছেন, মহান আল্লাহ যেন এমন দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করে এ প্রার্থনা করছি । #