রাজধানীতে পুলিশ বক্সে ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলা
রাজধানীর মিরপুরে কয়েকটি পুলিশ বক্সে হামলা চালিয়েছেন ব্যাটারিচালিত রিকশার চালকরা। এ সময় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) ইলিয়াস হোসেন রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মূল সড়কে যেন ব্যাটারিচালিত রিকশা না চলে, সেজন্য শুক্রবার সকাল ১০টার দিকে অভিযান চালাচ্ছিল পুলিশ। এ সময় চালকরা ক্ষুব্ধ হয়ে পুলিশ বক্সে হামলা করে।জানা গেছে, সকালে পল্লবীতে দুটি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে রিকশাচালকরা ক্ষুব্ধ হয়ে আশপাশে থাকা পুলিশ বক্সে হামলা করে। এ সময় মিজানুর রহমান নামের কনস্টেবল আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।